শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

সিলরাও পাচ্ছে স্মার্টফোন

স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জে সিলদের (সামুদ্রিক প্রাণী) কপালেও এবার মোবাইল স্মার্টফোন জুটতে চলেছে। ওই এলাকায় সিলদের সংখ্যা কেন কমে যাচ্ছে, সেই গবেষণার অংশ হিসেবেই ওর্কনি সিলদের এ প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হচ্ছে। ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট’ (এসএমআরইউ), অর্থাৎ যে বিভাগ সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গবেষণা করে, তারাই আগামী তিন বছর এ সমীক্ষা চালাবে। ওই বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্টিস্টরা বেশ কতগুলো সিলের মাথার পেছনে এ মোবাইল স্মার্টফোন প্রযুক্তি লাগিয়ে দেবেন। সিলের মাথার পেছনে যে নরম জায়গা থাকে, সেখানেই তাদের কোনো ক্ষতি না করে এই ‘টেলিমেট্রি ট্যাগ’গুলো লাগিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর