মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪০০ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪ শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইউরোপ পাড়ি দিতে মিসর থেকে ইতালি যাওয়ার পথে এসব নৌকাডুবির ঘটনা ঘটে। গতকাল মিসরে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত জানান, চার শতাধিক শরণার্থী মিসর থেকে ইউরোপের ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির কবলে পড়েন। আশঙ্কা করা হচ্ছে চারটি নৌকায় থাকা শরণার্থীদের সবাই সাগরে ডুবে মারা গেছেন। তবে সোমালিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে  মেইল অনলাইন জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনার পর উদ্ধারকারীরা ২৯ জনকে জীবিত উদ্ধার করতে  পেরেছেন। সোমালিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে  সোমালি ভাষায় হাতে লেখা নিহতদের তালিকা অনেকেই প্রকাশ করেছেন। জানা গেছে,  সোমালিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়া থেকে সাগর পাড়ি  দেওয়ার অনুপযোগী চারটি নৌকায় শরণার্থীরা যাত্রা শুরু করেন। পথে এগুলো ডুবে যায়। বিবিসি।

সর্বশেষ খবর