মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

ইংল্যান্ডে সমকামীদের ‘সুপার-গনোরিয়া’

ইংল্যান্ডজুড়ে সমকামী পুরুষদের মধ্যে ‘সুপার-গনোরিয়া’ ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। সুপার-গনোরিয়ার জন্য দায়ী নতুন ধরনের জীবাণুর প্রকোপ গত বছর লিডস শহরে দেখা দেয়। বর্তমানে এ রোগের চিকিৎসা পদ্ধতিগুলোর একটি এই জীবাণুর বিরুদ্ধে অকার্যকর প্রমাণ হওয়ায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে সুপার গনোরিয়া এন্টিবায়োটিক-নিরোধী হিসেবে কাজ করছে। অর্থাৎ এ্যান্টিবায়োটিক ওষুধ এই রোগে কাজে লাগছে না। এই সুপার গনোরিয়া রোগটি মূলত যৌন সংস বের মাধ্যমে ছড়ায় এবং রোগটির কারণে আক্রান্তরা প্রজননক্ষমতা হারিয়ে ফেলে। চিকিৎসকরা বলছেন, রোগটি শিগগিরই পুরোপুরি অনিরাময় যোগ্য হয়ে  পড়তে পারে। গবেষণাগারের পরীক্ষায় এখন পর্যন্ত মাত্র ৩৪ জন আক্রান্তের কথা নিশ্চিত হওয়া গেছে, কিন্তু ধারণা করা হচ্ছে বাস্তব পরিস্থিতি অনেক ব্যাপক।  চিকিৎসকরা বলছেন, এখন এই রোগের জন্য এজিথ্রোমাইসিন এবং সেফট্রিয়াক্সোন একযোগে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এজিথ্রোমাইসিন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আর কাজ করছে না। বিবিসি

সর্বশেষ খবর