বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নিউইয়র্কে হিলারি ও ট্রাম্পের জয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ নিউইয়র্কে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের প্রাইমারিতে জয়লাভের ফলে দুজনেই দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেলেন। ফলাফলে দেখা গেছে, হিলারি ৫৮ শতাংশ এবং ট্রাম্প ৬০ শতাংশ ভোট পেয়েছেন। নিউইয়র্ক শহরের ধনকুবের ট্রাম্প নিজ রাজ্যে জয় পাওয়ায় মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১,২৩৭ ডেলিগেট সমর্থন পাওয়ার দিকে আরও এগিয়ে গেলেন। আর হিলারি এ জয়ের ফলে প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে মনোনয়ন পাওয়ার দিকে অনেক দূর এগিয়ে গেলেন। এর আগে আটটি রাজ্যের ভোটাভুটির সাতটিতেই হিলারিকে হারিয়ে ছিলেন স্যান্ডার্স। ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীকে ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন পেতে হবে। এ ক্ষেত্রে ১৮৬২ ডেলিগেটের সমর্থন নিয়ে হিলারি এবং ১ হাজার ১৬১ ডেলিগেটের সমর্থন পাওয়া স্যান্ডার্স থেকে অনেক এগিয়ে রয়েছেন। আসছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আরও পাঁচটি রাজ্যে দুই দলেরই প্রাইমারি অনুষ্ঠিত হবে। সেখানে ট্রাম্প ও হিলারি উভয়েই ভালো করবেন বলে উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য নিউইয়র্কের ফলাফলে আভাস মিলেছে। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর