সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শুধু সামরিক প্রচেষ্টায় সিরিয়া সংকটের সমাধান সম্ভব নয়

বিবিসিকে সাক্ষাৎকারে ওবামা

শুধু সামরিক প্রচেষ্টায় সিরিয়া সংকটের সমাধান সম্ভব নয়

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মার্কিন স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেননা, তিনি মনে করেন, কেবল সামরিক প্রচেষ্টায় এই সংকটের সমাধান করা সম্ভব নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি দেশটিতে স্থলসেনা পাঠায়, তাহলে এটি হবে বড় ধরনের ভুল।’ এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শেষ নয় মাসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা সম্ভব হবে এমনটিও মনে করছেন না ওবামা। তবে আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ওই জঙ্গি  গোষ্ঠীটিকে ধ্বংস করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, গোটা পরিস্থিতি ধীরে ধীরে  সেদিকেই এগোচ্ছে। প্রেসিডেন্ট ওবামা দিনের সফরে লন্ডন অবস্থান করেন। গতকাল তিনি তার সফর শেষ করে জার্মান গেছেন। লন্ডনে তিনি বিবিসিকে ওই সাক্ষাৎকার দেন। প্রেসিডেন্ট ওবামা সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ‘জটিল’ উল্লেখ করে বলেন, ‘আমি এর কোনো সহজ সমাধান  দেখছি না।’ কেবল সামরিকভাবে এই সংকটের সমাধান করা সম্ভব এমনটিও তিনি মনে করছেন না। তিনি বলেন, এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও তত্পর হতে হবে এবং রাশিয়া, ইরান ও মধ্যপন্থি বিদ্রোহী দলগুলোসহ সব পক্ষকে আলোচনার টেবিলে আসার জন্য অব্যাহতভাবে তাদের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যদিও এ কাজটিকে তিনি ‘কষ্টসাধ্য’ বলেই মনে করছেন।

সর্বশেষ খবর