সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এবার সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের সাগরে ভাসমান একটি সাবমেরিন থেকে শনিবার উত্তর-পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়া সেনা সদর দফতর থেকে জানানো হয়। আগামী মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পার্টির সম্মেলন। এর আগেই দেশটি একটি পারমাণবিক পরীক্ষা অথবা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ধারণা করা হচ্ছিল। যদিও দেশটি গত ছয় মাসে একাধিক পারমাণবিক ও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রটি ৩০ কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। অজ্ঞাত কোনো কারণে ক্ষেপণাস্ত্রটির উেক্ষপণ ব্যর্থ হয়েছে কিনা, দক্ষিণ কোরীয় সেনাবাহিনী তা নির্ধারণের চেষ্টা করছে বলে জানান তিনি। তবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ‘অল্প কয়েক মিনিট পর্যন্ত’ উড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রে সামরিক মহড়া বন্ধ করলেই, পরমাণু পরীক্ষা চালানো বন্ধ করার বিষয়টি উত্তর কোরিয়া বিবেচনা করতে পারে। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর