সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিভীষিকা এখনো তাড়িয়ে বেড়ায়

নেপালে ভূমিকম্পের এক বছর

নেপালে ভয়াবহ ভূমিকম্পের এক বছর পার হলেও বিপর্যয়ের সেই দুঃসহ স্মৃতি ও স্বজন হারানোর বেদনার ক্ষত এখনো ভুলতে পারেনি নেপালের মানুষ। এখনো  চোখ বন্ধ করলেই সেই বিভীষিকা ও একান্ত স্বজনদের মুখগুলো সামনে ভেসে উঠলে যন্ত্রণায় শিহরে উঠেন অনেকে; কত রাত যে নির্ঘুম কাটছে তার হিসাব নেই। গত বছর ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল। প্রাণ হারায় প্রায় নয় হাজার মানুষ। রাজধানী কাঠমান্ডু ও দ্বিতীয় বৃহত্তম শহর পোখরায় ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি। এভারেস্ট পর্বতে সৃষ্ট তুষারধসে চাপা পড়ে প্রায় ২৮৫ জন পর্বতারোহী ও স্থানীয় অধিবাসীর মৃত্যু হয়। নিশ্চিহ্ন হয়ে যায় ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম লাংটাং। ভূমিকম্পের প্রথম বর্ষপূর্তিতে আজ ওই গ্রামে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নিহত প্রত্যেকের নাম পাঠ করা হবে। এক বছর আগের সেই ভয়ঙ্কর বিপর্যয়ে স্ত্রী, ছেলে ও নাতিকে হারিয়েছেন ওই গ্রামের ধাওয়া শেরপা। অশ্রুসজল চোখে তিনি বিবিসিকে বলেন, এখন আমি একদম একা। চোখ বন্ধ করলেই ওদের মুখগুলো ভেসে ওঠে, তখন খুব কষ্ট হয়। গত এক বছর আমি ঘুমাতে পারিনি। ভূমিকম্পে নিখোঁজ মায়ের খোঁজে এখনো উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় খালেদ ও ইয়াসমিন। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর