সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইউরোপে অভিবাসী আসার হার কমেছে

অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে চুক্তির সুফল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। চুক্তি বাস্তবায়নের কারণে ইউরোপে অভিবাসী যাওয়ার হার কমেছে বলে জানিয়েছেন তিনি। তুরস্ক সফরে গিয়ে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের হার দ্রুত কমছে। এজন্য তিনি তুরস্কের প্রশংসা করে বলেন, শরণার্থীদের প্রতি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। শনিবার সকালে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে তুরস্ক-সিরিয়া সীমান্তে অবস্থিত শরণার্থী শিবির পরিদর্শন করেন। ওই সময় তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়াটেপের কাছে সংবাদ সম্মেলন করেন টাস্ক ও মেরকেল। সম্মেলনের বক্তৃতায় টাস্ক বলেন, অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমে যাওয়ায় এটি প্রমাণিত হয় তাদের পদক্ষেপ কাজ করছে। বিবিসি।

সর্বশেষ খবর