সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

৯৭ বছরে এমএ পরীক্ষা

১৯৩৮ সালে স্নাতক শেষ করেছিলেন রাজকুমার ভাইসা। এর মাঝে কেটে গেছে ৭৮ বছর। ৯৭ বছর বয়সে এসে এবার ভারতের নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষা দিলেন তিনি। শনিবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজকুমার অর্থনীতিতে এমএ পরীক্ষা দিয়েছেন।  রাজকুমার গত বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন। মাস্টার্স ডিগ্রি অর্জন ও ভারতের দারিদ্র্যের সমস্যাগুলো বুঝতে এই বিষয়ে ভর্তি হন তিনি। রাজকুমার ভাইসা বলেন, তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন ও নিজের স্বপ্ন পূরণে মাত্র একধাপ বাকি।  ১৯২০ সালের ১ এপ্রিল উত্তর প্রদেশের বারেইল শহরে জন্মগ্রহণ করেন রাজকুমার ভাইসা। ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৪০ সালে আইনেও ডিগ্রি নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর