সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ভূমিকম্পে নিহত ৬৫০

ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫০-এ দাঁড়িয়েছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে ১৬ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ভূমিকম্পে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পর দেশটির  প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিহত ব্যক্তিদের স্মরণে আট দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বিবিসি।

জিকায় আক্রান্ত ৭২ হাজার

কলম্বিয়ায় অক্টোবর মাস থেকে প্রায় ৭২ হাজার লোক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৩ হাজার অন্তঃসত্ত্বা নারী। গত পরশু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। কলম্বিয়ার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএস) জানিয়েছে, দেশে এ ভাইরাসের পাশাপাশি চারটি শিশু মাইক্রোসেফালিতেও আক্রান্ত হয়েছে। এতে নবজাতকরা অস্বাভাবিক ছোট মাথা ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর