বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মোদি ও মমতা পশ্চিমবঙ্গের জন্য বিপজ্জনক : সোনিয়া

দীপক দেবনাথ, কলকাতা

মোদি ও মমতা পশ্চিমবঙ্গের জন্য বিপজ্জনক : সোনিয়া

মমতা ও মোদি দুজনই পশ্চিমবঙ্গের জন্য বড় বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এই দুজনকে অহংকারী আখ্যায়িত করে তারা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন সোনিয়া। গতকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগনা জেলার ক্যানিংয়ে এক নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা  করেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সরকার যে পথে সরকার পরিচালনা করছে তা ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের জন্যও বিপজ্জনক। পাশাপাশি বহু বছরের পুরনো ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতির পক্ষেও তা শুভ নয়। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ইশারা করে সোনিয়া বলেন, ‘মমতা একসময় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই ২০১১ সালের ভোটে মমতাকে আমরা সমর্থন করি। আমরা তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি মমতা। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন, রং বদলে ফেলেছেন মমতা।’ সোনিয়া বলেন, মমতার আমলে এ রাজ্যে শিল্পে বেহাল অবস্থা। রাজ্যর আইন বলে কিছু নেই। আদিবাসী, দলিত-পীড়িত মানুষদের ওপর অত্যাচার চলছে। কৃষক আত্মহত্যা করছে। চারদিকে দুর্নীতি আর অত্যাচার। রাজ্যে কর্মসংস্থানের কোনো চিহ্ন নেই। এখানকার যুবকরা চাকরির খোঁজে অন্য রাজে  যাচ্ছেন। উড়ালপুল ভেঙে পড়ছে। রাজ্যকে দূষিত করেছে তৃণমূল। তার প্রশ্ন একেই কি আমরা উন্নয়ন বলি? চাল উৎপাদনে বাংলা শীর্ষ স্থানে ছিল কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর একটি একটি করে রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, আগামী ৩০ এপ্রিল পঞ্চম দফায়  দক্ষিণ চব্বিশপরগনা (৩১), কলকাতা (৪) এবং হুগলির (১৮) আসনে ভোট।

সর্বশেষ খবর