বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আইএসের শিরশ্ছেদ চলছে

ফিলিপাইনে কানাডীয় জিম্মিকে হত্যা

ফিলিপাইনে কানাডীয় জিম্মি জন রিডসডেলের শিরশ্ছেদ করেছে আইএস। রিডসডেলকে যখন অপহরণ করা হয় তার সঙ্গে আরও ২০ জনকে ধরে নিয়ে যায় আইএস। ওই বন্দিদের পরিণতি কী হয়েছে তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে তাদের জিম্মি করে  রেখেছে আইএস। যেকোনো উপায়ে জঙ্গিদের খুঁজে বের করা হবে বলে গতকাল জানিয়েছে ফিলিপিনো নিরাপত্তাকর্মীরা। সোমবার ফিলিপাইনের জোলো এলাকায় সিটি হলের বাইরে আবর্জনার মধ্যে কানাডীয় ওই জিম্মির মাথা খুঁজে পাওয়া যায়। ফিলিপাইনের পুলিশ বলছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে রিডসডেলের মাথা ফেলে দিতে যায়। এটি ম্যানিলা থেকে এক হাজার কিলোমিটার দূরে। কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটেছে। অপহরণ করার ছয় সপ্তাহ পর জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, জঙ্গলের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে। তারা একেকজন বিদেশিদের মুক্তির জন্য ২ কোটি ১০ লাখ ডলার মুক্তিপণ চায়। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে রিডসডেল আশঙ্কা প্রকাশ করে বলেন, বাকি পড়ে যাওয়া ৬৪ লাখ ডলার পরিশোধ করা না হলে ২৫ এপ্রিলের দিকে অপহরণকারীরা তাকে হত্যা করতে পারে। এই সময়ের মধ্যেই তাকে হত্যা করা হলো। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর