বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

চেরনোবিল দুর্ঘটনার ৩০ বছর

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ৩০তম বার্ষিকী ছিল গতকাল ২৬ এপ্রিল। ১৯৮৬ সালের এই দিনে ইতিহাসের ভয়াবহতম এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনে গতকাল একই সময় সাইরেন বাজিয়ে দিনটিকে স্মরণ করা হয়। দুর্ঘটনায় নিহত হন ৩১ জন। দুর্ঘটনার ৩০ বছর পরও চেরনোবিল ও এর আশপাশ এলাকার তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। বিবিসি।

ধর্ষণ রুখতে ‘প্যানিক বাটন’

জরুরি প্রয়োজনে দ্রুত কল করার জন্য আগামী বছরের প্রথম দিন থেকে ভারতের বাজারে সব ধরনের মোবাইল ফোনে ‘পেনিক বাটন’ বাধ্যতামূলক করা হচ্ছে। ওইদিন থেকে ‘বিশেষ’ এ বাটন ছাড়া একটি ফোনও বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, পরবর্তী বছর অর্থাৎ ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সব ফোনে ইন-বিল্ট জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) নেভিগেশন সিস্টেমও বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন দেশটির টেলিকমিউনিকেশন বিষয়কমন্ত্রী রাভি শঙ্কর প্রসাদ। কলকাতা প্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর