শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

ত্রিদেশীয় নৌমহড়ায় উদ্বিগ্ন চীন

আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপে অনুষ্ঠেয় সামরিক মহড়ায় আমেরিকা ও জাপানের সঙ্গে অংশ নেবে ভারত। মালাবার নামের এ নৌমহড়ার দ্বিতীয় পর্বে ভারতের চারটি যুদ্ধজাহাজ অংশ নেবে। গত ডিসেম্বরে জাপানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দ্বিপক্ষীয় মহড়াকে ত্রিপক্ষীয় মহড়ায় পরিণত করার ঘোষণা দিয়েছিল ভারত ও আমেরিকা। ভারতীয় সেনাসূত্রগুলো বলেছে, মহড়ায় অংশ নেবে ভারতের দুটি স্টিলথ ফ্রিগেট, একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং নৌ-রসদবাহী জাহাজ। মহড়ায় ভারতের ভূমিকা স্বাভাবিকভাবেই চীনের জন্য উদ্বেগ সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। ভারতের সাবেক নৌ-প্রধান অ্যাডমিরাল অরুণ প্রাকেশ বলেছেন, মহড়ায় আমেরিকা এবং জাপানের সঙ্গে অংশ নেওয়ার জন্য ভারতীয় সিদ্ধান্ত ফুটে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতও আমেরিকা এবং জাপানের উদ্বেগের অংশীদার— তাও এ সিদ্ধান্তের মাধ্যমে ফুটে উঠেছে। অনলাইন।

সর্বশেষ খবর