শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

প্রায় দুই বছর আগের ভয়াবহ সহিংসতার পর আবারও গাজা ভূখণ্ডে ইসরায়েলি আর ফিলিস্তিনের হামাসের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছে। গাজায় হামাসের তিনটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজা সীমান্তের কাছে একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কারের পর নতুন করে এই সহিংসতা শুরু হলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুড়ঙ্গটির কাছে যায়, তখন তাদের ওপর মর্টার হামলা চালানো হয়। বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা আর গুলি করেছে বলে তাদের দাবি। এর পরই ট্যাংক নিয়ে হামলার পাশাপাশি অন্তত তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, তাদের ওপর মর্টার হামলার জবাব দিতেই পাল্টা হামলা। ইসরায়েলের ট্যাংকের গোলায় একজন নারী নিহত আর বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে যদিও প্রায়ই ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে ছোটখাটো সহিসংতার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিদের ছুরিকাঘাত বা ইসরায়েলিদের গুলিতে হতাহতের ঘটনাও ঘটেছে। কিন্তু দুই বছর আগে দুই পক্ষের মধ্যে যে বড় ধরনের সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনার পর এটাই বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটল। বিবিসি।

সর্বশেষ খবর