শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় শরণার্থী শিবিরে হামলা যুদ্ধাপরাধ : জাতিসংঘ

সিরিয়ায় শরণার্থী শিবিরে বিমান হামলার মাধ্যমে যুদ্ধাপরাধ করা হয়েছে। সংস্থাটির মানবিক সম্পর্কিত বিভাগের প্রধান স্টিফেন ও’ব্রিয়েন গতকাল  বিবিসিকে এ কথা জানান। বৃহস্পতিবার তুরস্ক সীমান্তের কাছে ইদলিব প্রদেশের উত্তরে কামৌনা শিবিরে বিমান হামলা চালানো হয়। সিরিয়ার সরকারি বাহিনী অথবা রাশিয়ার বিমান এ হামলা চালিয়েছে। তবে কোনো পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি। হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ২৮ জন, আহত হয়েছে আরও ৫০ জন। জাতিসংঘের মানবিক সম্পর্কিত বিভাগের প্রধান স্টিফেন ও’ব্রিয়েন এ হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সন্দেহটি সিরীয় সরকারের ওপর পড়ছে এবং আমরা নিশ্চিত করতে চাই তারা অথবা যে-ই এই ঘৃণ্য কাজটি করেছে এর দায় সম্পূর্ণ তাদের। এতে কোনো সন্দেহ নেই যে, এ ধরনের ভয়ঙ্কর কাজ যেখানেই হোক আর যারাই করুক তাদের ভোলা যাবে না। যারা এর পরিকল্পনাকারী তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’ এদিকে হোয়াইট হাউসও এ হামলার নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, ‘এই লোকগুলো অকল্পনীয় ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। তাদের ওপর সামরিক হামলা চালানোর কোনো প্রশ্নই উঠতে পারে না।’ বিবিসি।

সর্বশেষ খবর