শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা
কানাডায় দাবানল

আকাশপথে সরিয়ে নেওয়া হলো ৮ হাজার মানুষ

আগুনের হাত থেকে বাঁচতে ফোর্ট ম্যাকমুরে শহর  ছেড়ে যেতে বাধ্য হওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় ৮ হাজার মানুষকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়েছে। ৮৮ হাজার বাসিন্দা শহর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার পর কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিবিসি বলছে, শুধু দক্ষিণাংশের একটি সড়ক গতকালের মধ্যে বাকি ১৭ হাজার মানুষকে সরিয়ে আনার ক্ষেত্রে নিরাপদ হয়ে উঠবে। ফোর্ট ম্যাকমুরের উত্তরের দিকে চলে গিয়ে আটকা পড়ার ঝুঁকিতে পড়েছেন এই বাসিন্দারা। তিন দিন আগে পুরো শহরটির ৮৮ হাজারেরও বেশি বাসিন্দা বাড়িঘর ফেলে সরে যেতে বাধ্য হন।  আলবার্টা প্রদেশের ৩২৮ বর্গমাইলজুড়ে দাবানল ছড়িয়ে পড়ছে। শত শত দমকলকর্মী হেলিকপ্টার ও ট্যাঙ্কার বিমানের সাহায্যে দাবানলের বিরুদ্ধে লড়ছেন। রবিবার আগুন লাগার পর দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। বিবিসি।

ইতিমধ্যেই ফোর্ট ম্যাকমুরের ১ হাজার ৬০০ ঘরবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। এক সঙ্গে ফোর্ট ম্যাকমুরের সব বাসিন্দার শহর ছাড়ার ঘটনাটি আলবার্টার ইতিহাসে এ ধরনের বৃহত্তম ঘটনা। দাবানলের কারণে শহরের কাছের তেল কোম্পানিগুলো তেল উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আলবার্টার অয়েল স্যান্ডস্ এলাকায় তেল উত্তোলনের কাজে নিয়োজিত কয়েকটি তেল কোম্পানি তাদের বেশ কয়েকটি পাইপলাইন বন্ধ করে দিয়েছে। তুলনামূলকভাবে কম প্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিতেই তেল কোম্পানিগুলো এসব সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর