শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

উ. কোরিয়ায় ক্ষমতাসীন দলের মহাসম্মেলন

উত্তর কোরিয়ার রাজনীতিতে বিশেষ একটি ঘটনা ঘটছে। প্রায় তিন যুগ পরে দেশটির ক্ষমতাসীন দলের মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে উত্তর কোরিয়ায় বিরাজ করছে চরম উত্তেজনা এবং নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলনে নেতা কিম জন উং দলের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করবেন। সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে হাজার হাজার প্রতিনিধি এসে জড়ো হয়েছে রাজধানী পিয়ংইয়ংয়ে। উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির জন্য এটা হবে ৭ম সম্মেলন। তাদের দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮০ সালে। তখন উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিম জনের বাবা। বিবিসি সাংবাদিক স্টিফেন ইভান জানিয়েছেন, এই সম্মেলনে কিম জন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ অর্থনৈতিক ও পারমাণবিক পরিকল্পনা পেশ করবে দলের লোকজনের কাছে। বিবিসি।

সর্বশেষ খবর