শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

পুরস্কার যখন গরু

পুরস্কার যখন গরু

মোবাইল ফোনে গেম খেলে তিউনিসিয়ার এক দম্পতি একটি গরু পুরস্কার পেয়েছেন। বিবিসি বলছে, দেশটির একটি মোবাইল গেম ডেভেলপার কোম্পানি গেমটি  তৈরি করে তা দিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে। ওই দম্পতি ওই গেমে সর্বোচ্চ স্কোর করায় পুরস্কার হিসেবে তাদের হাতে গরুটি হস্তান্তর করা হয়। পুরস্কারের গরুটির নাম পামেলা। ডিজিটাল ম্যানিয়া কোম্পানি যে গেমটি তৈরি করেছে তার নাম ‘বাগরা’। এই শব্দের স্থানীয় অর্থ হচ্ছে ‘গরু’। গেমটিতে দেখা যায়, আপনার অধীনে থাকবে একপাল গরু। আপনার দায়িত্ব হবে আপনার পাল থেকে কেউ যেন গরু চুরি করে নিয়ে যেতে না পারে। তবে অন্যের অধীনে থাকা অর্থাৎ অন্য পাল থেকে গরু চুরি করতে পারলে আপনার পয়েন্ট বাড়বে। প্রতিযোগিতায় অন্য বিজয়ীরা পুরস্কার হিসেবে টেলিফোন এবং ট্যাবলেট পেয়েছেন। ডিজিটাল ম্যানিয়া কোম্পানি তাদের এই আয়োজনের সাফল্য দেখে আর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এবারের প্রতিযোগিতাতেও সর্বোচ্চ স্কোরের জন্য পুরস্কার থাকছে গরু। পুরস্কারের এবারের গরুটির নাম ব্রিজেট। বিজয়ী অজ্ঞাত দম্পতির কাছে হস্তান্তরের আগে পামেলাকে তিউনিসে ডিজিটাল ম্যানিয়া কোম্পানির সদরদফতরে দুই সপ্তা সময় কাটাতে হয়েছে। পামেলার গল্পটির সুখী সমাপ্তি ঘটেছে। কারণ বিজয়ী দম্পতি একটি ট্রাকে করে গরুটিকে নতুন গন্তব্যে নিয়ে গেছেন। কিন্তু ব্রিজেটের ভাগ্য এখনো অনিশ্চিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর