সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

মঙ্গলে পারমাণবিক অক্সিজেন!

মঙ্গলে পারমাণবিক অক্সিজেন!

লাল গ্রহের বায়ুমণ্ডলে এবার খোঁজ পাওয়া গেল অক্সিজেনের। তবে তা পারমাণবিক অক্সিজেন। মঙ্গলের বায়ুমণ্ডলের উপরের স্তর অর্থাৎ ‘মেসোসফিয়ারে’ দেখা মিলেছে এই অক্সিজেনের।

‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ নামের একটি পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। নাসা এবং জার্মানির মহাকাশ গবেষণা দফতর যৌথভাবে মহাকাশে তৈরি করেছে ‘স্ট্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি’ বা সোফিয়া নামের একটি গবেষণা কেন্দ্র। বোয়িং ৭৪৭ এসপি বিমানকে বিশেষভাবে পরিবর্তন করে বানানো হয়েছে এই কেন্দ্রটি। বিমানের একটি দরজা খুলে সেখানেই টেলিস্কোপ রাখার ব্যবস্থা করা হয়েছে এই বিমানে। তবে যেমন তেমন টেলিস্কোপ নয়, এক বিশেষ ধরনের টেলিস্কোপ এটি। সাধারণত যে সব মহাজাগতিক বস্তুকে ইনফ্রারেড তরঙ্গেই শুধু দেখতে পাওয়া যায়, এই টেলিস্কোপে চোখ রাখলে সন্ধান মিলবে তাদের। পৃথিবী থেকে ৩৭ হাজার থেকে ৪৫ হাজার ফুট উঁঁচু দিয়ে উড়তে উড়তে লাল গ্রহকে টেলিস্কোপ-বন্দী করেছে সোফিয়া। আর এই টেলিস্কোপের সাহায্যেই নাসার বিজ্ঞানীরা মঙ্গলে খোঁজ পেলেন পারমাণবিক অক্সিজেনের। অনলাইন।

সর্বশেষ খবর