বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

সৌদির বিরুদ্ধে মামলা করবে যুক্তরাষ্ট্র, সিনেটে বিল পাস

৯/১১ হামলা ইস্যুতে দুই দেশে টানাপড়েনের আশঙ্কা

নিউইয়র্কের ‘ট্যুইন টাওয়ার’ হামলায় ক্ষতিপূরণ চেয়ে সৌদি আরবের কাছে মামলা করতে পারবে দেশটির জনগণ, এমন একটি আইন পাস করেছে মার্কিন সিনেট। ‘জাস্টিস এগেইনস্ট স্পন্সর অব টেরোরিজম অ্যাক্ট’ বা জেএএসটিএ নামের এই প্রস্তাবিত আইনটি মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষের সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। সিনেটে পাস হওয়া প্রস্তাবিত আইনটি এবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ যাবে। প্রস্তাবটি আইনে পরিণত হলে জেএএসটিএ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বিদেশি রাষ্ট্রের সার্বভৌম ছাড় বিলুপ্ত করে ওই দেশের সরকারের বিরুদ্ধে মামলা করার বিষয়ে বিদ্যমান বিধিনিষেধ তুলে দিবে। এতে হামলায় নিহতদের পরিবার ও আত্মীয়স্বজন এবং আহতরা অভিযুক্ত দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী জঙ্গিদের আত্মঘাতী হামলায় টুইন টাওয়ার নামে পরিচিত নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয় এতে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। এই হামলার সঙ্গে জড়িতরা সবাই ছিল সৌদি নাগরিক। মূলত ওই ঘটনার জন্যই এই আইনটির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার আগেই তারা যুক্তরাষ্ট্রে থাকা ৭৫০ বিলিয়ন ডলারের ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য সম্পদ বিক্রি করে দিতে পারে বলে হুমকি দিয়ে রেখেছে। এএফপি।

সর্বশেষ খবর