বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ‘বসতে চান’ ট্রাম্প

আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে দেশটির শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বসতে চান। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তার এই ইচ্ছার কথা জানান। ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলতে আমার কোনো আপত্তি নেই।’ তবে এ ধরনের কোনো বৈঠক হলে সেটা এই দেশের ক্ষেত্রে মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন বলে বিবেচিত হবে। যদিও তার আগে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বৈতরণী পার হতে হবে। ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপারে জাতিসংঘে থাকা উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি

সর্বশেষ খবর