বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

শ্রীলঙ্কায় ভূমিধসে ৪০০ জনের মৃত্যুর শঙ্কা

শ্রীলঙ্কায় ভূমিধসে প্রায় ২০০টি ঘর মাটিচাপা পড়েছে। এতে ৩০০ থেকে ৪০০ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেডক্রস। মঙ্গলবার রাতে দেশটির তিনটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। উদ্ধারকর্মীরা ভূমিধসে আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জয়নাথ জয়াউইরা বলেছেন, এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি গ্রাম থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শ্রীলঙ্কার রেডক্রস জানিয়েছে, দেশটির উত্তরে অবস্থিত কেগাল্লে জেলার শ্রীপুরা, পাল্লিবাগে ও ইলাজিপিতায়া গ্রামের ২০০ পরিবারের মানুষ এখনো নিখোঁজ রয়েছে। আল জাজিরা

সর্বশেষ খবর