মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

ভারতে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী নারী

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী নারী

ভারতে এখন পাঁচ নারী মুখ্যমন্ত্রী। তিনজন আগে থেকেই ছিলেন। তারা হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বাকি দুজন সদ্য ক্ষমতায় এসেছেন। এর মধ্যে একজন হলেন তামিলনাড়ুর জয়রাম জয়ললিতা এবং অন্যজন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তারাও পুনর্নির্বাচিত হয়েছেন। ভারতের তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে বিপক্ষকে প্রায় ধূলিসাৎ করে ক্ষমতায় এসেছেন দেশটির দুই প্রান্তের দুই ক্ষমতাসীন দলের প্রধান। এর মধ্যে একজন অবশ্যই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। একক দক্ষতায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রায় বিপর্যস্ত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন ভারতীয় রাজনীতির ‘দিদি’ বলে পরিচিত এই রাজনীতিক। মমতার পাশাপাশি গতবারের মতো ক্ষমতা ধরে রেখেছেন ভারতীয় রাজনীতির আরেক বর্ণময় চরিত্র জয়ললিতা। নিজের বিরুদ্ধে ওঠা সব দুর্নীতি ও প্রতিষ্ঠানবিরোধী অভিযোগ সরিয়ে রেখে প্রধান প্রতিপক্ষ ডিএমকেকে হারিয়ে ফের ক্ষমতায় এসেছে জয়ললিতার দল এআইএডিএমকে। এই প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরেও মুখ্যমন্ত্রী হিসেবে কোনো নারী দায়িত্ব নিলেন। তাও আবার সংখ্যালঘু এক মুসলিম নারী। গত এপ্রিলের গোড়ার দিকে রাজ্যটির ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পিপলস ডেমোক্রেটিক পার্টি—পিডিপির সভাপতি মেহবুবা মুফতি (৫৬)। চলতি বছরের জানুয়ারিতে রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মুফতি মোহম্মদ সাইদের আকস্মিক প্রয়াণের পর পিডিপি-বিজেপি জোট সরকারের নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেন মুফতি মোহম্মদের কন্যা মেহবুবা। অন্যদিকে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে কার্যত বিপর্যস্ত করে দ্বিতীবারের জন্য ক্ষমতায় ফেরেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। যদিও ২০০৩ সালে রাজস্থানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হন বিজেপির এই নেত্রী। তবে রাজস্থানের প্রতিবেশী রাজ্য গুজরাটে অনেকটা আচমকাই ভাগ্য খুলে যায় আনন্দীবেন প্যাটেলের। ২০১৪ সালে বিজেপির বিপুল জয়ের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হন মোদির অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত আনন্দীবেন।

সর্বশেষ খবর