আফগানিস্তানের রাজধানী কাবুলে বাসে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নেপালি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। কাবুলের নিরাপত্তাবাহিনী এ তথ্য জানিয়েছে। আফগান তালেবান হামলার দায় স্বীকার করেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে জালালাবাদ শহরগামী মূল সড়কে বোমা হামলা চালানো হয়। আত্মঘাতী হামলার শিকার বাসটি নেপালি নিরাপত্তারক্ষীদের বহন করছিল। ওই নিরাপত্তারক্ষীরা কাবুলে অবস্থিত কানাডা দূতাবাসে কর্মরত ছিলেন। একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান কানাডা দূতাবাসে নেপালের কর্মীদের নিয়োগ দেয়।
কাবুলের পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীদের বাসটি কম্পাউন্ডের কাছে অপেক্ষা করছিল। বাসটি কম্পাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আফগান তালেবানের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেন। দিকে সকালে উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জনবহুল বাজারে বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।