বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় ট্রাকবোমায় প্রাণ গেল ৫০ জনের

আইএসের দায় স্বীকার

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি-নিয়ন্ত্রিত কামিশলি শহরে জঙ্গিদের চালানো বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কুর্দি নিরাপত্তা সদরদফতরের কাছে ট্রাকবোমা হামলা হয়। গতকাল ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ কথা জানিয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। আইএস এর আগে ওই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছিল। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি মিলিশিয়ারা সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হামলার পর ঘটনাস্থলের বিধ্বস্ত চিত্র প্রকাশ করেছে রাষ্ট্রীয় টিভি। আইএস তাদের সমর্থক আমাক বার্তা সংস্থায় বলেছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি স্থানীয় কুর্দি পুলিশ  সেন্টার এবং কাছের একটি সরকারি ভবনে ট্রাকবোমা হামলা চালিয়েছে। প্রথমে দুটি বোমা হামলা হয়েছে বলে খবর পাওয়া গেলেও পরে জানা যায় প্রথম বিস্ফোরণটি ঘটার পরই একটি গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে সিরিয়াতে। এতে এ পর্যন্ত ২ লাখ ৮০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এ ছাড়া  দেশ ছেড়ে শরণার্থী হিসেবে বিদেশে পাড়ি জমিয়েছে ৪৮ লাখের বেশি সিরীয়। অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়েছে ৬৫ লাখের বেশি। আলজাজিরা, বিবিসি।

সর্বশেষ খবর