শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের প্রশ্ন, হাতে পরমাণু বোমা থাকতে কেন হামলা করা যাবে না?

বিতর্কের ঝড়

পরমাণু বোমা কতটা ভয়াবহ হতে পারে তার নমুনা দেখা গেছে ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই। আর এই পরমাণু বোমা আবার ব্যবহারের জন্য মরিয়া মনোভাব ব্যক্ত করলেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠা ট্রাম্প এবার যেন সবগুলোকেই ছাড়িয়ে গেলেন। দেশটির পররাষ্ট্রনীতিসংক্রান্ত পরামর্শদাতাকে বার বার একটিই প্রশ্ন করছেন, হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও তা কেন ব্যবহার করা যাবে না? ট্রাম্পের এই বেফাঁস প্রশ্নের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিতর্কের ঝড় বয়ে চলছে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্পের মানসিক ভারসাম্য রয়েছে তো? মার্কিন রাজনীতিকদের অনেকেই আরও জোরালোভাবে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। পররাষ্ট্রনীতি সংক্রান্ত একটি আলোচনা চলাকালীন ডোনাল্ড ট্রাম্প এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞকে নাকি জিজ্ঞাসা করেছেন, ‘আমাদের যখন পরমাণু অস্ত্র রয়েছে, তখন আমরা সেগুলো ব্যবহার করতে পারব না কেন?’ একবার নয়, তিনবার ট্রাম্প এই প্রশ্নটি করেন। বুধবার এমএসএনবিসি টিভিতে ‘মর্নি জো’ নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের এই বেফাঁস কথাবার্তার খবর প্রথম প্রকাশ্যে আসে। এএফপি।

সর্বশেষ খবর