শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তিন হাজার ইরাকিকে আটক করল আইএস

ইরাকের কিরকুক অঞ্চল থেকে পালাতে থাকা তিন হাজার গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে ইসলামিক স্টেট (আইএস)। পরে তাদের ১২ জনকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার ইরাকের ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর একটি বিবৃতির ভিত্তিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গণমাধ্যমকে এ তথ্য জানায়। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বিবৃতিতে বলা হয়, আইএস এর শতাধিক যোদ্ধা প্রায় দুই হাজার  বেসামরিক নাগরিককে বন্দী করেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আইএস বন্দী বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। পরে ইউএনএইচসিআর তাদের প্রতিবেদনে বলেছে, ৪ আগস্ট কিরকুক অঞ্চলের হাউইগা জেলার কয়েকটি গ্রাম  থেকে তিন হাজারের বেশি পলায়নপর গ্রামবাসীকে আইএস ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছে ইউএনএইচসিআর। বন্দী অবস্থায় তাদের ১২ জনকে হত্যা করা হয়েছে।  এএফপি।

সর্বশেষ খবর