শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ধেয়ে আসছে গ্রহাণু!

ধেয়ে আসছে গ্রহাণু!

বিশাল এক গ্রহাণু। আয়তনে পৃথিবীর কাছাকাছি। অসম্ভব গতিতে এই গ্রহাণু ধেয়ে আসছে আমাদের পৃথিবীর দিকে। আর সত্যি যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তবে ভয়াবহ বিপর্যয় ঘটে যাবে আমাদের এই ধরিত্রীতে। পৃথিবীর জন্য অনেকটা ‘ভিলেন’-এর মতো এই গ্রহাণু। সেই ভিলেনকে আটকাতে যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। তবে এই ভিলেনের পৃথিবীতে আসতে এখনো ঢের সময় বাকি। তা প্রায় দেড়শ বছর। অসম্ভব দ্রুতগতিতে পৃথিবীর দিকে ছুটে আসা ওই গ্রহাণুর নাম ‘বেন্নু’। তবে এই গ্রহাণুর আছড়ে পড়া যতটা আগ্রহের বিষয় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে, তার চেয়ে বেশি আগ্রহ এর গঠনপ্রণালি নিয়ে। জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্বাস, এই গ্রহাণুটির মাধ্যমেই হয়তো জানা যাবে, কীভাবে তৈরি হয়েছিল এই সৌরমণ্ডল। কীভাবে জন্ম হয়েছিল পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহের। কীভাবে ‘প্রাণ’-এর সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। এই সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহেও প্রাণের উপস্থিতি আছে বা ছিল কিনা। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর