শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানসহ চারটি দেশ নিয়ে সন্ত্রাসবিরোধী জোট গড়ছে চীন

সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় সন্ত্রাসবিরোধী একটি জোট গড়বে চীন। চীনের এই জোটে থাকছে পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, অভ্যন্তরীণ জঙ্গি হুমকি বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় চীন তার প্রতিবেশীদের সঙ্গে সমন্বয় জোরদার করতে চায়। এর অংশ হিসেবে  বেইজিং সন্ত্রাসবিরোধী জোট গড়ছে। চীনের ক্ষমতাধর  সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য ফাং ফেনগুই গত বুধবার পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তানের উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে বৈঠকটি হয়।  বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ, আফগান সেনা প্রধান কাদম শাহ শাহেম ও তাজিকিস্তানের সেনাবাহিনীর মেজর জেনারেল ইএ  কোবিদরজোদা অংশ নেন। সীনহুয়া বলছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সন্ত্রাসবাদ ও উগ্রবাদের গুরুতর হুমকির বিষয়ে চার দেশই একমত পোষণ করেছে। সীনহুয়া।

সর্বশেষ খবর