শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সৌদি সেনারা ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘন করছে : জাতিসংঘ

জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনে সৌদি সেনারা ইচ্ছা করেই মানবাধিকার লঙ্ঘন করছে। এর অংশ হিসেবে তারা সেখানে বেসামরিক জনগণকে টার্গেট করে হত্যা করেছে। জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে—গত ২৫ মে ইয়েমেনের লাহজ প্রদেশের একটি গ্রামে সৌদি বাহিনী বিমান হামলা চালায় যাতে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। এর মধ্যে চারটি শিশু ছিল। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।  প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে— সৌদি বাহিনী ও তার মিত্ররা ইয়েমেনে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হচ্ছে। এ প্রতিবেদনের পাশাপাশি জাতিসংঘের বিশেষজ্ঞ দল সৌদি বাহিনীর আরও তিনটি বোমা হামলার ঘটনা তদন্ত করছে। অনলাইন।

সর্বশেষ খবর