শিরোনাম
শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ক্রিমিয়া ইস্যুতে রুশবিরোধী যুদ্ধ প্রস্তুতি ইউক্রেনের

ক্রিমিয়া ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  ক্রিমিয়া নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের সেনাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো নির্দেশ দেওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার এ আহ্বান জানাল। তবে, মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ‘ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ’। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেন, ‘ক্রিমিয়া ও ইউক্রেন সীমান্তে সামরিক উত্তেজনার কারণে আমরা খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার, আমরা মনে করি ক্রিমিয়া হচ্ছে ইউক্রেনের একটি অংশ এবং আন্তর্জাতিক সমাজও তাই মনে করে। আমরা দুপক্ষকেই পরিস্থিতির অবনতি না ঘটানোর জন্য আহ্বান জানাচ্ছি। দুপক্ষের উচিত বাগাড়ম্বর বাদ দিয়ে আলোচনায় ফেরা। ২০১৪ সালের ১৭ মার্চ ইউক্রেন থেকে ক্রিমিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং গণভোটের মাধ্যমে অঞ্চলটি রাশিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে শতকরা ৯৬.৮ ভাগ মানুষ ভোট দেয়। তবে, ইউক্রেন বিষয়টি এখনো পর্যন্ত মেনে নেয়নি। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এ ইস্যুতে ইউক্রেনকে সমর্থনের নামে অনেকটা উসকানি দিচ্ছে। অনলাইন।

সর্বশেষ খবর