রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আইএসের দখলমুক্ত সিরিয়ার মানবিজ

জিম্মি হয়ে থাকা দুই হাজার বেসামরিক লোক মুক্ত

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা চলে যাওয়ার পর সিরিয়ার মানবিজ শহর যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহী দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। শুক্রবার এসডিএফভুক্ত মানবিজ মিলিটারি কাউন্সিলের মুখপাত্র শারফান দারবিশ এ খবর জানিয়েছেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরীয় এ শহরটি আইএসের দখল থেকে মুক্ত হওয়ায় তুর্কি সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ হারাল চরম উগ্রপন্থি গোষ্ঠীটি। এতে ইউরোপের সঙ্গে আইএসের যোগাযোগপথও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। আইএসের অবশিষ্ট জঙ্গিরা চলে যাওয়ার পর শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে চিরুনি অভিযান শুরু করেছে এসটিএফের যোদ্ধারা। অভিযানকালে আইএসের জঙ্গিদের হাতে জিম্মি হয়ে থাকা দুই হাজার বেসামরিক লোককে মুক্ত করেছে তারা। ‘শহরটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে, তার পরও আমরা শহরটিতে চিরুনি অভিযান চালাচ্ছি’, বলেন দারবিশ। শহরটিতে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের ‘স্লিপার সেল’ এখনো একটি হুমকি হয়ে রয়েছে বলে জানান তিনি। এসডিএফকে শহরটির নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে সহায়তা করে। বিবিসি।

সর্বশেষ খবর