রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভারতীয় সংসদের যৌথ কমিটিতে ‘নাগরিকত্ব বিল’

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সেই সব দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ পাঠানো হয়েছে দেশটির সংসদের যৌথ কমিটিতে। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি মেনেই গত বৃহস্পতিবার সংসদের ত্রিশ সদস্যের কমিটিতে এই বিলটিকে পাঠানো হয়। যৌথ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, সুষ্মিতা দেব, ভুবনেশ্বর কলিতা, প্রদীপ ভট্টাচার্য। বিজু জনতা দলের বি. মেহতাব, প্রসন্ন আচার্য।

সর্বশেষ খবর