বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পৌনে ২ কোটি টাকার সম্পত্তির মালিক মোদি

পৌনে ২ কোটি টাকার সম্পত্তির মালিক মোদি

এক বছরে সম্পত্তি বেড়েছে প্রায় ৩২ লাখ টাকা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়-ব্যয়ের হিসেবে দেখা গেছে,  বেতন ও ভাতা বাবদ তিনি যত টাকা আয় করেন, তার কিছুই তাকে খরচ করতে হয় না। কেননা, বছরে শুধু বইয়ের রয়্যালটি থেকেই তার হাতে এসেছে ১২ লাখেরও বেশি টাকা। তবে মন্ত্রীদের ক্ষেত্রে নিজের পাশাপাশি স্ত্রীর আয়ের হিসেব দেওয়ার কথা থাকলেও মোদি জানিয়েছেন, যশোদাবেনের সম্পত্তির হিসেব তিনি জানেন না। প্রধানমন্ত্রী হওয়ার পরেই নরেন্দ্র মোদি মন্ত্রীদের সবাইর পারিবারিক সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সম্প্রতি মোদির সম্পত্তির যে খতিয়ান দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, আগের মতো আজও তার কোনো গাড়ি নেই। গত বেশ কয়েক বছর ধরে তিনি সোনাদানাও কেনেননি। গত বছরে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ টাকার মতো। এ বছর সেটি বেড়ে ১ কোটি ৭৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। এনডিটিভি।

সর্বশেষ খবর