শিরোনাম
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন বছরে শুরু হতে পারে ব্রেক্সিট প্রক্রিয়া

আগামী বছরের শুরুতে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এমন ইঙ্গিত দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক। তিনি বলেছেন, এ নিয়ে তেরেসা মের সঙ্গে তার কথা হয়েছে। তাতে তেরেসা মে তাকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে ব্রেক্সিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত হতে পারে ব্রিটেন। এ বিষয়ে বিবিসির সাংবাদিক টম ব্যাটম্যান বলেছেন, ব্রেক্সিট নিয়ে দুই বছরের সমঝোতা প্রক্রিয়ার জন্য এটা হলো একটি সুস্পষ্ট ইঙ্গিত। তেরেসা মের অফিস থেকে বলা হয়েছে, ব্রেক্সিট প্রক্রিয়া এ বছরে শুরু হচ্ছে না। তবে ডোনাল্ড তুস্কের মন্তব্যের বিষয়েও নিশ্চিত করেনি প্রধানমন্ত্রীর অফিস। ব্রিটেন যতক্ষণ লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করছে ততক্ষণ ব্রেক্সিট নিয়ে আনুষ্ঠানিক সমঝোতা প্রক্রিয়া শুরু হতে পারছে না। যা আগামী বছরই শুরু হচ্ছে।  বিবিসি।

সর্বশেষ খবর