শিরোনাম
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

বাড়িতে শৌচাগার নেই কপ্টার ভাড়া করে বিয়ে

ভারতে বহু গ্রামেই অনেকের বাড়িতে শৌচাগার নেই। এ কাজ সারতে যেতে হয় খোলা মাঠে। কিন্তু শৌচাগার না বানিয়ে যখন কেউ হেলিকপ্টার ভাড়া করার মতো শখ করতে পারেন, তখনই সেটা খবর হয়। মধ্যপ্রদেশের সিহোর জেলার এক বিত্তবানের শখ ছেলে হেলিকপ্টারে চেপে বিয়ে করতে যাবে বরযাত্রী নিয়ে। তারপর বউ নিয়ে ফিরবেও। যদিও পাত্রী থাকেন পাশের গ্রামেই! আজমতনগর গ্রামের বাসিন্দা সুরজ সিং গুর্জর তার ছেলে নেম সিংয়ের বিয়ের জন্য ভাড়া করতে চেয়েছিলেন হেলিকপ্টার। নিয়মমতো প্রশাসনের কাছে আবেদনও করেছিলেন তিনি। আর এ ধরনের অনুমতি দেওয়ার আগে প্রশাসনিক কর্তারা খতিয়ে দেখতে যান গুর্জরের বাড়ি। তখনই প্রশাসনের কর্মকর্তারা জানতে পারেন গুর্জরের বাড়িতে কোনো শৌচাগারই নেই। বিষয়টিতে মজা পান কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেন, আগে বাড়িতে শৌচাগার তৈরি করুন, তারপর হেলিকপ্টারের জন্য আবেদন করবেন। শৌচাগার না হলে  হেলিকপ্টারের অনুমতি দেব না।” বিবিসি।

সর্বশেষ খবর