রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্রেক্সিটের জন্য ব্রিটেনকে শাস্তি দেওয়া হবে : ওলাঁদ

ব্রেক্সিটের জন্য ব্রিটেনকে শাস্তি দেওয়া হবে : ওলাঁদ

ব্রেক্সিটের জন্য ব্রিটেনকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ যেন সংগঠনটি থেকে বেরিয়ে যেতে সাহস না করে, সে বিষয়ে সতর্ক করতেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্যারিসে এক নৈশ্যভোজ অনুষ্ঠানে ওলাঁদ এ কথা বলেন। তার এমন বক্তব্যের পর শুক্রবার যুক্তরাজ্যের মুদ্রাবাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। কিছু সময়ের জন্য ইউরোর বিপরীতে পাউন্ড দুর্বল হয়ে পড়ে। ওলাঁদ জানান, এখন ইইউকে রক্ষা করা ফ্রান্স ও জার্মানির দায়িত্ব। তিনি বলেন, ‘আজ যুক্তরাজ্য কোনো ক্ষতিপূরণ না দিয়েই বের হয়ে যেতে চাইছে। এটি সম্ভব না। দ্ব্যর্থবোধক অবস্থায় থাকা ইইউ বা যুক্তরাজ্য কারও জন্যই মঙ্গলজনক নয়।’ ওলাঁদ আরও বলেন, ‘ব্রিটেন ব্রেক্সিটের মতো কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছে, ভালো কথা। ইইউ ত্যাগে যুক্তরাজ্যের ইচ্ছাকে আমাদের ভালোভাবে খতিয়ে  দেখতে হবে এবং আমাদের কঠোর হতে হবে। অনলাইন।

সর্বশেষ খবর