রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পুজোয় গ্রামের বাড়িতে প্রণব মুখার্জি

দীপক দেবনাথ, কলকাতা

দেশের সাংবিধানিক প্রধান হিসেবে নয়, একেবারে বাড়ির মানুষ হয়েই ঘটে পানি ভরা থেকে শুরু করে চণ্ডীপাঠ— সপ্তমীর নিজের বাড়ির পুজো সারলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল রীতিমতো শাস্ত্রমতে সপ্তমীর নবপ্রত্রিকাকে গোসল করিয়ে তারপর শুরু হয় পুজোপাঠ। উপবাস করে সকাল থেকে সর্বক্ষণ ছিলেন চণ্ডীমণ্ডপে। নিজেই চণ্ডী পাঠ করেন। এদিন সকালেই গ্রামবাসীর সঙ্গে পায়ে হেঁটে কুঁয়ে নদী থেকে ঘট ভরে নিয়ে আসা থেকে শুরু করে কলাবউ গোসল করানো— প্রতিটি কাজই নিজ হাতে করেন রাষ্ট্রপতি। কলাবউ গোসলের পরই রীতিমতো শাস্ত্রমতে শুরু হয় পুজোপাঠ। প্রতিবারের মতো এবারও প্রথা মেনে ঠাকুর দালানে বসেই চেনা ভঙ্গিতে চণ্ডী পাঠ করেন তিনি। চণ্ডীপাঠ ছাড়াও মহাসপ্তমীর অনেক কাজই নিজে করেন রাষ্ট্রপতি।

সর্বশেষ খবর