শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অন্য খবর

কৃষ্ণকলি

বর্ণবাদমুক্ত হতে পারেনি এখনো বিশ্ব। আধুনিক যুগেও কালোরা নানা রকমের নিপীড়নের শিকার। আফ্রিকার দেশ সেনেগালের খৌদিয়া দিয়প। এই তরুণীর গায়ের রং ঘন কালো। আর এই রঙের কারণেই তাকে পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লায় শিকার হতে হয়েছে মানসিক নিপীড়নের। তবে সুন্দরীর তকমা পেতে বাধা হয়ে দাঁড়ায়নি এই গাত্রবর্ণ। সফল মডেল হয়ে এখন অনেকের স্বপ্নকন্যা কৃষ্ণসুন্দরী দিয়প। ১৯ বছরের এই তরুণী সফল মডেল হিসেবে নিজ দেশ থেকে শুরু করে গোটা বিশ্বে পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। সম্প্র্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল দিয়পের একটি সাক্ষাৎকার নিয়েছে।

সেখানে তিনি বলেন, বেড়ে ওঠার সময় নিজের গায়ের রঙের কারণে অনেকেই তাকে উত্ত্যক্ত করেছে। এখনো অনলাইনে অনেকেই তার গায়ের রং নিয়ে বিরূপ মন্তব্য করে। কিন্তু এসবের মধ্যেই দিনে দিনে তিনি নিজেকে ভালোবাসতে শেখেন। অন্যের নেতিবাচক মন্তব্য শোনায় গুরুত্ব দেওয়া বাদ দেন। এটিই তাকে বড় করতে সাহায্য করেছে। ১৫ বছর বয়সে সেনেগাল থেকে ফ্রান্সে চলে যান খৌদিয়া দিয়প। দুই বছর পর ১৭ বছর বয়সী খৌদিয়া মডেল হিসেবে কাজ শুরু করেন। চলতি সপ্তাহে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে। লোকে তার ছবি শেয়ার করে এবং তার গায়ের রংকে বলে, ‘মেলানিন গোলস’। বর্তমানে খৌদিয়া দিয়পের ফলোয়ারের সংখ্যা ২ লাখ ৮০ হাজার। এই বিপুল অনুসারী দিয়ে অন্য নারীদের উদ্বুদ্ধে প্রচারণা চালাচ্ছেন তিনি। খৌদিয়া বলেন, ‘ফ্যাশনে আরও কৃষ্ণাঙ্গ নারী প্রয়োজন। আমি অন্য কৃষ্ণাঙ্গ নারীদের উদ্বুদ্ধ করতে চাই। তাদের প্রতি আমার কথা হলো, তোমাদের স্বপ্ন অনুযায়ীই তোমরা কাজ করতে পারবে।’ বর্তমানে নিউইয়র্ক, প্যারিসসহ বিশ্বের বিভিন্ন শহরে কাজ করছেন দিয়প ও তার এজেন্সি দ্য কালার্ড গার্ল ইনক। এজেন্সির পক্ষ থেকে ইনস্টাগ্রামে বলা হয়, ‘আমাদের আন্দোলনে তিনি (খৌদিয়া) একজন বিরল সুন্দরী।’

কলঙ্কমুক্ত

মৃত্যুর অনেক বছর পর, বিশ্বের অন্যতম আলোচিত রোগী, গেটান ডুগাসকে অবশেষে কলঙ্কমুক্ত করেছে বিজ্ঞান। প্যাশেন্ট জিরো নামে পরিচিত সাবেক এই সমকামী বিমান কর্মী প্রথম আমেরিকায় এইডস ভাইরাস ছড়িয়ে ছিলেন বলে অপবাদ দেওয়া হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, একই সময় আমেরিকায় আরও কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন। দ্য জার্নাল নেচার এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ১৯৭০ এর দশকে যে কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর