শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্যারিস থেকে সরানো হচ্ছে তিন হাজার অভিবাসী

ফরাসি কর্তৃপক্ষ প্যারিসের একটি অভিবাসী শিবিরে আশ্রয় নেওয়া তিন হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তাদেরকে প্যারিস অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হচ্ছে। দেশটির স্ট্যালিনগ্রাদ এলাকায় ওই শিবির অবস্থিত। স্থানীয় সময় গতকাল ভোরে ওই শরণার্থীদের বাসে করে তাদের অন্যত্র নেওয়া হয়। এক সপ্তাহ আগে কালাইসের ‘জঙ্গল’ ক্যাম্প থেকে প্রায় সাত হাজার লোককে সরিয়ে নেওয়ার পর সেখানে এ অভিযান চালানো হচ্ছে। সরকারের একজন মুখপাত্র জানান, বিভিন্ন কেন্দ্রে বসবাস করা এসব অভিবাসী এক সময় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সুযোগ পাবে। এসব অভিবাসীর বেশিরভাগই আফগানিস্তান ও সুদান থেকে আসা। ওই মুখপাত্র জানান, অভিবাসীদের সরিয়ে নেওয়ার এ অভিযানে প্রায় ৬শ’ পুলিশ সদস্যকে কাজে লাগানো হয়েছে।

এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসে স্ট্যালিনগ্রাদ ক্যাম্প থেকে অভিবাসীদের সরিয়ে নেওয়া হলেও তারা দ্রুত আবার  সেখানে ফিরে আসে। শরণার্থীদের মধ্যে ২৮ বছর বয়সী খালিদ নামের এক অভিবাসী বলেন, ‘আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। প্যারিস বা পার্শ্ববর্তী কোনো এলাকা আমার জন্য খুব ভালো। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। আমি এক মাসেরও বেশি সময় ধরে এখানে একটি ক্যাম্পে রয়েছি। এটি ছেড়ে যাওয়াই ভালো।’ এএফপি।

সর্বশেষ খবর