শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে জঙ্গি হামলা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে জার্মান কনস্যুলেট লক্ষ্য করে জঙ্গিদের গাড়িবোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই হামলা হয়। আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্রাক নিয়ে কনস্যুলেটের ভিতর ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় কনস্যুলেটের ভিতর গোলাগুলির শব্দও শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর কনস্যুলেট এলাকার আশপাশে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স দেখেছেন তারা। বিবিসি জানায়, একটি বিস্ফোরকভর্তি গাড়ি কনস্যুলেটের দেয়ালে আঘাত হানে বলে তারা নিশ্চিত হয়েছেন। হামলায় আর কোনো গাড়ি ব্যবহূত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর ন্যাটো বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভিতরে থাকা লোকজনকে সরিয়ে নেয়। গণমাধ্যম জানিয়েছে, তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, এটা চলতি মাসের শুরুতে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে ন্যাটোর বিমান হামলার ‘প্রতিশোধ’।

সর্বশেষ খবর