রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৪ আহত ১৪

আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৪ আহত ১৪

বাগরাম বিমানঘাঁটি সবচেয়ে বড় এবং সুরক্ষিত

আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমানঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। স্থানীয় গভর্নর হাজি শোকর গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সবচেয়ে বড় এবং সুরক্ষিত বিমান ঘাঁটিটি অবস্থিত।

গতকাল এই ঘাঁটিতে প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সে সময় এই হামলা চালানো হয়। ঘটনার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান ।  বিবৃতিতে তারা জানায়, এক তালেবান সদস্য এই আত্মঘাতী বোমা হামলা চালায়। ‘গতকালের হামলায় যারা আহত হয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের আশ্বস্ত করছি, তারা সম্ভাব্য সবচেয়ে ভালো পরিচর্যা পাচ্ছেন। আমরা এখন থেকেই তাদেরকে আমাদের ভাবনার অংশ করে নেব। তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। তবে হতাহতদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। সাম্প্রতিক সময়ে দেশটিতে তালেবানদের হামলা অতীতের চেয়ে অনেক বেড়ে গেছে। এ দিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, বিস্ফোরণে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে  জার্মান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবান সদস্যরা। এতে কমপক্ষে ছয়জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। বিবিসি।

সর্বশেষ খবর