বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোট বাতিলের বিরোধিতায় রাজপথে মমতা

দীপক দেবনাথ, কলকাতা

ভারত সরকারের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে ও তা নিয়ে নানা অরাজকতার অভিযোগে আন্দোলনে নামল দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এ আন্দোলনের নেতৃত্বে আছে তৃণমূল কংগ্রেস। গতকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা। এদিন সকালে প্রথমে গান্ধী মূর্তির নিচে গায়ে কালো চাদর জড়িয়ে, হাতে প্লাকার্ড নিয়ে নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন সাংসদরা। এরপর সংসদ ভবনের সামনে থেকে এক কিলোমিটার পথ মিছিল করে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা দেন তৃণমূলের সাংসদরা। সেই দলের নেতৃত্ব দেন দলের প্রধান মমতা ব্যানার্জি। তৃণমূলের সঙ্গেই এই মিছিলে শামিল হয় শিবসেনা ও ন্যাশনাল কনফারেন্স, শেষ মুহূর্তে যোগ দেন আম আদমি পার্টির (আপ) নেতারাও। শেষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে  দেখা করে প্রতিনিধি দলের  তরফে  একটি  প্রতিবাদলিপি জমা দেওয়া হয়। নোট বাতিলে সাধারণ মানুষ  কীভাবে  হয়রানির শিকার হচ্ছে তা বিস্তারিত  আকারে  রাষ্ট্রপতিকে জানান  প্রতিনিধি  দলের নেতারা। সমস্যা সমাধানে  রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে প্রতিনিধি দল।

সর্বশেষ খবর