শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রায় ১০০ শরণার্থী নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১৩০ জন আরোহী নিয়ে শরণার্থীদের নৌকাটি গ্রিস যাচ্ছিল। নৌকাটি থেকে কেবল ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া আরও সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে সাগরে নৌকাডুবে ৩৪০ জন শরণার্থীর মৃত্যু হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থীদের ইউরোপ যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। গত শনিবার থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর থেকে ৩ হাজার ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। মাল্টাভিত্তিক দাতব্য সংস্থা এমওএসের তিনটি উদ্ধারকারী নৌকা রয়েছে ভূমধ্যসাগরে। সংস্থাটি জানিয়েছে, নৌকাডুবে মারা যাওয়া লোকের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেক শরণার্থীবোঝাই নৌকা ডুবে যায়, যেগুলোর খবর পাওয়া যায় না। বিবিসি।

সর্বশেষ খবর