রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুসলিম বলেই এত হেনস্তা : জাকির

মুসলিম বলেই এত হেনস্তা : জাকির

ভারতের বিতর্কিত ইসলামী চিন্তাবিদ জাকির নায়েকের সঙ্গে জড়িত সংস্থাগুলোতে দিনের পর দিন তল্লাশি চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে তার ওয়েবসাইট, সব ব্যাংক অ্যাকাউন্ট। তার পরিবারের সদস্যদেরও হেনস্তার স্বীকার হতে হয়েছে । এবার মুখ খুললেন জাকির নায়েক। তার দাবি, শুধু মুসলিম বলেই এত হেনস্তা করা হচ্ছে তাকে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আজকালের।  সম্প্রতি বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে নিষিদ্ধ করে ভারত সরকার। সেই প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে  খোলা চিঠিতে জাকির নায়েক বলেন, অনেকে বলেন, আমি নাকি মুসলিম পরিচয় ভাঙিয়ে খাই। সে যাই হোক না কেন, সাম্প্র্রদায়িক কারণেই আমার সংস্থাকে নিষিদ্ধ করেছে সরকার। একবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল না কেন? আসলে তদন্ত শুরু হওয়ার ঢের আগেই সিদ্ধান্ত  নেওয়া হয়ে গিয়েছিল। আমি  যে মুসলিম! সাধ্বী প্রাচী, যোগী আদিত্যনাথ, রাজেশ্বর সিংরা  তো প্রায়ই সাম্প্র্রদায়িক মন্তব্য করেন। কই তাদের বিরুদ্ধে  তো ব্যবস্থা নেওয়া হয় না! অনলাইন।

সর্বশেষ খবর