সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুচির দোকানে স্মৃতি

দীপক দেবনাথ, কলকাতা

মুচির দোকানে স্মৃতি

নিজের জুতা ঠিক করতে গিয়ে নোট সমস্যায় পড়লেন ভারতের কেন্দ ীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। ১০ রুপি খুচরা দিতে না পেরে মুচিকে ১০০ রুপির নোট ধরিয়ে দিলেন স্মৃতি। এতে খুশি হয়ে কেন্দ ীয় মন্ত্রীর জুতাতে অতিরিক্ত আরও কয়েকটি সেলাই করে দেন ওই মুচি। ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটোরে। বিজেপি সূত্রে খবর, শনিবার কোয়েম্বাটোরে ইশা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন স্মৃতি। কিন্তু বিমান থেকে নামার সময়ই ছিঁড়ে যায় মন্ত্রীর স্যান্ডেল। এরপর বিমানবন্দর থেকে ১৬ কিলোমিটার দূরে পেরুর কাছে এক মুচির দোকানে জুতা সেলাই করাতে যান স্মৃতি। সঙ্গে ছিলেন তামিলনাড়ুর বিজেপি সাধারণ সম্পাদক বনাথি শ্রীনিবাসন। গাড়ি থেকে নেমে হাতে করে জুতা নিয়ে ঢোকেন মুচির দোকানে। কাজ কাজ শেষে মুচি ১০ রুপি দাবি করলে স্মৃতি ইরানি তাকে ১০০ রুপির নোট ধরিয়ে দেন। তবে খুচরা সমস্যার কথা ভেবেই কেন্দ্রীয়মন্ত্রী আগেভাগেই ওই মুচিকে তামিল ভাষায় জানিয়ে দেন চেঞ্জ ভেন্ডা অর্থাৎ বাকি রুপি ফেরত দেওয়ার দরকার নেই। মুচিও মন্ত্রীর এই উদারতায় খুশি হয়ে বিনাকারণেই তার জুতাতে আরও কয়েকটি সেলাই করে দেন। পরে সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল রূপ নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর