মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিরপেক্ষ তদন্ত চান সিনেটররা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হাত ছিল এই তথ্য প্রকাশ পাওয়ার পর থেকে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে একজোট হয়েছে মার্কিন উচ্চ পদস্থ সিনেটররা। এ গ্রুপে রয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সিনেটর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বলেছে, নির্বাচনে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ও হিলারি ক্লিনটনকে পরাজিত করতে সহায়তা করেছে রাশিয়া। এ ছাড়া এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলেছেন, হিলারি ক্লিনটনের ওপর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া। রাশিয়ার এ অবস্থানের কারণ হিসেবে বলা হয়, ২০১১ সালে রুশ পার্লামেন্ট নির্বাচনের সময় হস্তক্ষেপ করেছিলেন হিলারি। এর শোধ নিতে তিনি এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছেন পুতিন, যাতে হিলারি পরাজিত হন। সিআইএ’র রিপোর্টের পর নড়েচড়ে বসেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট সিনেটররা। এ দলে রয়েছেন দুজন উচ্চ পদস্থ রিপাবলিকান ও দুজন  ডেমোক্রেট সিনেটর। তারা হলেন সিনেটে ডেমোক্রেটিক দলের পরবর্তী নেতা সিনেটর চাক শুমার, আর্মড সার্ভিসেস কমিটির ডেমোক্রেট নেতা সিনেটর জ্যাক রিড। রিপাবলিকান দলের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান সিনেটর জন ম্যাককেইন, সিনেটর লিন্ডসে গ্রাহাম। তারা রবিবার সকালে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তারা বলেছেন, আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে প্রতিটি মার্কিনির সতর্ক বা উদ্বিগ্ন হওয়া উচিত। একই সঙ্গে ভবিষ্যৎ সাইবার হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সমাধান বের করতে হবে। সিনেটরদের এমন চিঠিকে ট্রাম্পের প্রতি তিরস্কার হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে  প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প রবিবার সকালে গোয়েন্দা সংস্থার প্রতি নতুন করে তার বিদ্রূপ প্রকাশ করেছেন। রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছিল গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টকে হাস্যকর হিসেবে অভিহিত করেন তিনি। ‘ফক্স নিউজ সানডে’তে তিনি এক সাক্ষাৎকারে বলেন, এটা (এমন রিপোর্ট) আরেকটি অজুহাত। আমি এ রিপোর্ট বিশ্বাস করি না।

সর্বশেষ খবর