শিরোনাম
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিল ইংলিশ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

বিল ইংলিশ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিল ইংলিশ। গতকাল দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ দিয়েছে। বিল ইংলিশ দেশটির জনপ্রিয় প্রধানমন্ত্রী জন কির স্থলাভিষিক্ত হলেন।  গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগের কথা ঘোষণা করেন জন কি। তিনি আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। বিল ইংলিশ ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে শপথ নেন। এ ছাড়া উপ-প্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়ণ মন্ত্রী পলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইংলিশ বলেন, তিনি একদল শক্তিশালী এমপি ও দেশের উন্নয়নে বিভিন্ন ধারণা বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। তিনি বেনেটকে সুদর্শন, সুদক্ষ ও কর্মক্ষম বলে উল্লেখ করেন। ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো ইংলিশ ও বেনেট তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের সুদৃঢ় নেতৃত্বে নিউজিল্যান্ড আরও সামনের দিকে এগিয়ে যাবে। ইংলিশ ১৯৯০ সালে পার্লামেন্ট সদস্য হন এবং এরপর তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি

সর্বশেষ খবর