বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আইএসও মাথার দাম ঘোষণা করে!

আইএসও মাথার দাম ঘোষণা করে!

কেউ কেউ তাকে জোয়ান অব ইরাক বলে থাকেন। তবে আসল নাম জোয়ানা পালানি। ফ্রান্সের ১০০ বছরের যুদ্ধের কিংবদন্তি নায়িকা জোয়ান অব আর্কের নামের সঙ্গে মিলে যাওয়া  জোয়ানাই এখন গোটা বিশ্বের আতঙ্ক আইএসের এক ভয়ের নাম। ২১ বছর বয়সে কুর্দি বাহিনীতে যোগ দিয়ে ইরাক, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই জোয়ানার মাথার দাম ঘোষণা করল আইএস। তাকে হত্যা করলেই মিলবে ১০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি টাকায় ৭ কোটি ৭০ লাখ) পুরস্কার। আরব মিডিয়ায় এমনই ঘোষণা করেছে আইএস। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে আইএসবিরোধী লড়াইয়ে যোগ দেয় জোয়ানা। ২৩ বছর বয়সী পালানি এখন কারাগারে আছেন বলে জানায় দ্য ইন্ডিপেনডেন্ট। ইরানের কুর্দিস্তান থেকে ডেনমার্কে আসে তার পরিবার। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের রামাদি শরণার্থী শিবিরে তার জন্ম হয়। পরে রাজনৈতিক আশ্রয় পেয়ে তার পরিবার ডেনমার্কে চলে আসে। ২০১৫ সালে আরোপ করা ১২ মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা না মেনে দেশ ছাড়ার অভিযোগে কোপেনহেগেনে পালানির বিচার হচ্ছে। সর্বশেষ তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করল আইএস। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর